আমেরিকা

২০২১ সালে পুলিশ হত্যাকাণ্ড বেড়েছে ৬০ শতাংশ

২০২১ সালে পুলিশ হত্যাকাণ্ডের হার আগের থেকে অন্তত ৬০ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর ক্রিস্টোফার রে।   ৬০ মিনিটের এক সাক্ষাৎকারে রে জানান, গত বছর দায়িত্ব পালনকালে ৭৩ জন অফিসার মারা গেছেন। ২০১৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে সকল ধরণের হত্যাকাণ্ডই বেড়েছে। রে জানান, পুলিশ হত্যাকাণ্ড একটি নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু এটি তেমন গুরুত্ব পাচ্ছে না। রে জানান, প্রতি ৫ দিনে একজন করে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১ হাজার পুলিশ মারা যায়, এর মধ্যে অল্প সংখ্যক ক্ষেত্রেই ক্রিমিনাল চার্জ দায়ের করা হয়।    ক্রিস্টোফার রে জানান, পুলিশের প্রতি কিছু সহিংসতা হয়ে থাকে যেগুলো অন্য কোনো সহিংসতার সাথে যুক্ত।   এদিকে ফ্রাটেরনাল অর্ডার অব পুলিশ (এফওপি) জানায়, ২০২১ সালে ১০৩ জন পুলিশ অফিসারের উপর অ্যামবুশ স্টাইল আক্রমণ চালানো হয়। এতে ১৩০ জন গুলিতে আহত হয় এবং ৩০ জন মারা গেছেন।   এলএবাংলাটাইমস/ওএম