আমেরিকা

জর্জিয়াতে বর্ণ সম্পর্কিত শিক্ষায় আসছে আমূল পরিবর্তন

বৃহস্পতিবারে (২৮ এপ্রিল) জর্জিয়ার রিপাবলিকান গর্ভনর ব্রায়ান কেম্প একাধিক শিক্ষা সর্ম্পকিত বিলকে আইনে রুপান্তর করেন। পাশকৃত আইনের মধ্যে একটি অনুযায়ী, জর্জিয়ার ক্লাসরুমে ‘বিভাজিত ধারণা’ বা বর্ণ নিয়ে বিশদ পড়ানো যাবে। কেম্প বলেন,’আমরা আজকে আইনের মাধ্যমে আমাদের বাচ্চাকে পক্ষপাতিত্বমূলক শিক্ষার হাত থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় তাদের মা-বাবার ছায়ার তলে ফিরিয়ে দেবো।‘ বির্তকিত আইনটির নাম এইচবি ১০৮৪। উক্ত আইন বর্ণ সম্পর্কিত ‘বিভাজিত ধারণা’ শিখানোর বিরোধিতা করে। বিভাজিত ধারণা দ্বারা, ‘মার্কিন যুক্তরাষ্ট্র জন্মগতভাবেই বর্ণবাদী রাষ্ট্র, একজন ব্যক্তি তাঁর পরিবেশ এবং পরিচর্যার কারণে বর্ণবাদী হয়ে উঠে এবং ‘একজন ব্যক্তি তাঁর বর্ণের পূর্বপুরুষদের দ্বারা কৃত অপরাধের বোঝা বইবে’ এমন সব ধারণাকে বোঝানো হয়েছে। এই আইন দেশজুড়ে কনজারভেটিভ আইনপ্রণেতাদের দ্বারা একটি চলমান আন্দোলনের রূপ। কনজারভেটিভ আইনপ্রণেতারা দেশজুড়ে ‘বর্ণ’ সম্পর্কিত শিক্ষার ধরণে পরিবর্তন আনতে চাচ্ছেন। তাদের মতে, শিশুদের শিক্ষা বেছে নেওয়ার দায়িত্ব মা-বাবার, স্কুলের না। এলএবাংলাটাইমস/এমডব্লিউ