আমেরিকা

৫০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুড কনফারেন্স

এই বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউজে একটি ফুড কনফারেন্স ডাকতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই কনফারেন্সে দেশজুড়ে খাদ্যাভাব এবং পুষ্টি বৃদ্ধি করা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। এর পূর্বে ১৯৬৯ সালে শেষ ফুড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিলো। প্রায় ৫০ বছর আগে অনুষ্ঠিত কনফারেন্সটিতে সভাপতিত্ব করেছিলেন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। উক্ত কনফারেন্সের মাধ্যমে ফুড স্ট্যাম্প, স্কুল লাঞ্চ এবং নারী, নবজাতক ও শিশুদের জন্য পুষ্টিগুন বাড়ানোর একাধিক প্রস্তাব পাশ করা হয়। হোয়াইট হাউজ জানিয়েছে, এইবারের ফুড কনফারেন্স যুক্তরাষ্ট্রে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চমেদ এবং হাইপারটেনশন কমানোর পাশাপাশি মহামারীর কারণে দেশজুড়ে ছড়িয়ে খাদ্যাভাব এবং পুষ্টিভাব কমানোর লক্ষ্য রেখেই আলোচনা করবে। বাইডেন বলেন, 'অনেক পরিবার জানেন না তাদের পরবর্তী খাবার আসবে কিনা। অনেকেই ডায়াবেটিস, হৃদরোগের কারণে আপনজন হারিয়েছেন'। এলএবাংলাটাইমস/এমডব্লিউ