আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টায় পানিতে ডুবে ১০ অভিবাসীর মৃত্যু

পুয়ের্তো রিকোর যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশের চেষ্টার সময় নৌকাডুবে অন্তত ১১জন সম্ভাব্য অভিবাসীর মৃত্যু হয়েছে। ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, নৌকাডুবির পর ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুইজন ডোমিনিয়ান রিপাবলিকের বাসিন্দা এবং বাকিরা হাইতির বাসিন্দা। গত বছর থেকেই সমুদ্রপথে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা অনেক বেড়ে গেছে। ইউএস কোস্ট গার্ড এর রিয়ার এডমিরাল ব্রেন্ডান ম্যাকফার্সন জানান, 'সমুদ্রপথ খুবই ভয়ানক'। কোস্ট গার্ড জানায়, 'অবৈধ যাত্রীসহ ওই জাহাজটি যাত্রা শুরু করে। পুয়ের্তো রিকোর আশেপাশের একটি অঞ্চল থেকে এই জাহাজটি প্রায় ডুবন্ত অবস্থায় আটক করা হয়'। উদ্ধার হওয়া যাত্রীদের কারোর গায়েই লাইফ জ্যাকেট ছিল না বলে জানায় কোস্ট গার্ড। জাহাজটি ডমিনিয়ান রিপাবলিক থেকে ছেড়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম