আমেরিকা

বহাল থাকছে টাইটেল ৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক রবার্ট সামারহেস শুক্রবারে দেশজুড়ে এক নিষেধাজ্ঞা জারি করেছেন যার অধীনে বাইডেন প্রশাসন চাইলেও অভিবাসন সম্পর্কিত নীতি ‘টাইটেল ৪২’ তুলে ফেলতে পারবে না। মার্কিন অভিবাসন কাউন্সিলের নীতি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্ঠা এরোন রেচিলেন-মেলনিক এক টুইটে জানান, ‘টাইটেল ৪২ অতিশীঘ্র শেষ হচ্ছে না’। দুই ডজন মার্কিন রাজ্য টাইটেল ৪২ তুলে ফেলার ব্যাপারে বাইডেন প্রশাসনের  বিরুদ্ধে মামলা করার পরে এই রায় আসে। রাজ্যদের যুক্তি যে টাইটেল ৪২ টিকে থাকা উচিত কারণ সীমান্ত ক্রসিং এবং অন্যান্য সমস্যাগুলির সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে যথাযথ বিবেচনা করা হয়নি। বিচার বিভাগ জানিয়েছে যে তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। টাইটেল ৪২ নামক অভিবাসননীতি শরনার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের এক দৃষ্টান্ত হিসেবে আলোচিত। উক্ত নীতির অধীনে, শরনার্থীদের অভিবাসন প্রক্রিয়া চলাকালীন সময়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হতো। ট্রাম্প প্রশাসন করোনা দোহাই দিয়ে উক্ত নীতির বাস্তবায়ন শুরু করে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ