আমেরিকা

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১ শিক্ষকসহ ১৪ ছাত্রের মৃত্যু

টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১৯ শিক্ষার্থীসহ ২১ জনের মৃত্যু হয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট এই তথ্য নিশ্চিত করেছেন। ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই হামলা চালিয়েছে ১৮ বছরের এক বন্দুকধারী। গভর্নর গ্রেগ জানান, হামলাকারী হ্যান্ডগান দিয়ে ও ছুরি দিয়ে এই হামলা চালিয়েছে। গভর্নর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে গুলি করে হত্যা করেছে। বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে। হামলার কারণ জানা যায়নি। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। পুলিশের ধারণা, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম/