আমেরিকা

যুক্তরাষ্ট্রে ৪০ বছরে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

যুক্তরাষ্ট্রে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য গত ৪০ বছর সর্বোচ্চ বৃদ্ধি আছে। শীঘ্রই এই মূল্য নিয়ন্ত্রণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত ১ বছর আগের থেকে ভোক্তার মূল্যসূচী বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। শুক্রবার লেবার ডিপার্টমেন্ট তথ্যটি প্রকাশ করে জানায়, গত এপ্রিলের ১ বছরের মূল্যবৃদ্ধি থেকেও অনেক দ্রুতগতিতে মূল্যবৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে এপ্রিল থেকে মে মাসে মূল্যবৃদ্ধি হয়েছে ১ শতাংশ। মার্চ থেকে এপ্রিল মাসে বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে গ্যাসের। এই ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নাগরিক জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তাদের খাদ্য, গ্যাস, ভাড়া মিটিয়ে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বা সেবা গ্রহণ করতে পারছে না। এর মধ্যে নিম্নআয়ের মানুষ এবং কৃষাঙ্গ এবং হিস্প্যানিক জনগোষ্ঠী সবচেয়ে দূর্দশার মধ্যে রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম