আমেরিকা

আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রয়োজন নেই করোনা নেগেটিভ সনদ

আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর আরোপিত করোনা নেগেটিভ সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন বিমানে চড়ার আগে করোনা নেগেটিভ সনদ প্রয়োজন হবে না বলে জানায় স্বাস্থ্যকর্মকর্তারা৷ আগামী রবিবার ১২টার পর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণে আর করোনা সম্পর্কিত বাধ্যবাধকতার প্রয়োজন নেই৷ তবে সিডিসি জানায়, কোনো ভ্রমণার্থী যদি সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, তবে ভ্রমণের আগে-পরে করোনা টেস্ট করানো উচিত। আপাতত ৯০ দিনের জন্য এই করোনা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে৷ পরবর্তী পদক্ষেপ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে৷ ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের সেক্রেটারি জাভিয়ের বেকেরা বলেন, করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পারায় এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম