আমেরিকা

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জো বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা করেছেন জো বাইডেন। জুলাই মাসে চারদিনের সফরে ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরব ভ্রমণে যাবেন তিনি। জানুয়ারি ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় বসার পর থেকে ইউএস ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মিত্রতা নিয়ে শীতলতা শুরু হয়েছে। এর আগে ইসরায়েলের স্যাটেলমেন্ট বিষয়ে সমালোচনা করে বাইডেন প্রশাসন। ফিলিস্তিন অপরদিকে ইউএসের কাছ থেকে আরও জোর সমর্থন আশা করছে। সৌদি আরবের সাথে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সম্পর্ক শীতল হয়েছে আমেরিকার। ২০১৯ সালে নির্বাচনী প্রচারণায় বাইডেন জানান যে জামাল খাশোগী হত্যার দায়ে সৌদি আরবকে কঠিন মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে সৌদি আরবে সরাসরি ফ্লাইটে যাবেন। সাধারণত ইসরায়েল এর সাথে সৌদি আরবের ফ্লাইট এই রুটে বন্ধ থাকে, কারণ দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। জো বাইডেন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট, ফিলিস্তিনের কাউন্টারপার্ট মোহাম্মদ আব্বাস এর সাথে বৈঠক করবেন। এলএবাংলাটাইমস/ওএম