আমেরিকা

মার্কিন নাগরিকদের ইউক্রেন সফরে যেতে নিষেধ করলেন বাইডেন

শুক্রবারে (১৭ জুন) বাইডেন জানান তিনি ইউক্রেনে তিনজন মার্কিন নাগরিক নিখোঁজ হওয়ার সংবাদে অনেক উদ্বিগ্নবোধ করছেন। ডেলাওয়ারে ভ্রমণ করার সময় বাইডেন এই কথা জানান। তিনি বলেন,’আমরা জানি না তাঁরা কোথায় আছে, তবে আমি অনুরোধ করব যে মার্কিন নাগরিকরা ইউক্রেন ভ্রমণে না যায়।‘ বুধবারে (১৫ জুন) সিএনএন জানায় যে ৩৯ বছর বয়সী আলেকজান্ডার জন-রবার্ট এবং ২৭ বছর বয়সী এন্ডি টাই হুইন এক সপ্তাহ ধরে নিখোঁজ এবং আশংকা করা হচ্ছে যে তাদেরকে রাশিয়ান সেনাবাহিনী আটক করেছে। বৃহস্পতিবারে (১৬ জুন) স্টেট ডিপার্ট্মেন্ট জানায়, প্রাক্তন ইউএস মেরিন সদস্য গ্রেডি কুরপেসিও ইউক্রেন থেকে নিখোঁজ হয়েছেন। এই তিনজনই ইউক্রেনের সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদান করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্টেট ডিপার্ট্মেন্ট জানিয়েছে যে তাঁরা নিখোঁজদের পরিবার, ইউক্রেনের প্রশাসন এবং রেডক্রশের সাথে যোগাযোগ করছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ