আমেরিকা

কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন জারি যুক্তরাষ্ট্রে

আমেরিকার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দুক নিয়ন্ত্রন আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন আইন অনুসারে অপ্রাপ্তবয়স্কদের বন্দুক কেনার উপর আরও কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে ও একই সাথে যেসব বাসিন্দাকে হুমকি বলে ধারণা করা হয়, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নিতে রাজ্যের কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমেরিকার সাম্প্রতিক বন্দুক হামলাগুলোর জের ধরে কংগ্রেসে এই আইনগুলো দ্বিপাক্ষিক সমর্থনে পাশ হয়। বাইডেন বিলে স্বাক্ষর করে বলেন, 'আমি পুরোপুরি যা চেয়েছিলাম সেটি বিলের মাধ্যমে বাস্তবায়ন না হলেও এর মাধ্যমে জীবন বাঁচবে'। গত মে মাসে নিউ ইয়র্ক এবং উভালদের এক প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন আইন অনুসারে, ২১ বছরের কম বয়সীদের জন্য বন্দুক কেনার ক্ষেত্রে আরও বেশি কড়াকড়িভাবে বৃত্তান্ত খতিয়ে দেখা হবে। মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং স্কুল সিকিউরিটি আপডেট এর জন্য ১৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়। যাদের ঝুঁকিপূর্ণ বলে মনে হবে, তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র সরিয়ে নিতে হবে। পারিবারিক সহিংসতার ঘটনাগুলোর ক্ষেত্রে সবার কাছ থেকে বন্দুক সরিয়ে নিতে হবে। বিবাহিত বা অবিবাহিত সবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য থাকবে। এলএবাংলাটাইমস/ওএম