আমেরিকা

ক্ষুদ্র ব্যবসায়ীরা পেতে পারেন ৫০০ থেকে ২৫ হাজার ডলার গ্রান্ট

চলতি সপ্তাহে ক্ষুদ্র ব্যবসায়ীদের ৫০০ ডলার থেকে ২৫ হাজার ডলার পরিমাণ পর্যন্ত বিভিন্ন গ্রান্ট দেওয়া হচ্ছে। এরমধ্যে বেশকিছু গ্রান্টের আবেদনের সময়সীমা জুলাই মাসে শেষ হয়ে যাবে। কেউ যদি আবেদন করতে চান তবে চলতি মাস শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে এই গ্রান্টগুলো দেওয়া হচ্ছে৷ লেটেস্ট মাইক্রো বিজনেস অ্যান্ড ওমেন মালিকানাধীন বিজনেস গ্র‍্যান্ট ক্ষুদ্র ব্যবসায় ২৫ হাজার ডলার পর্যন্ত গ্রান্ট দিবে। স্টেট এবং লোকাল পর্যায়ের পাশাপাশি ওয়েলস ফার্গো ফাউন্ডেশন, কুস ইকোনমিকস ডেভেলপমেন্ট কর্পোরেশনসহ অন্যান্য আরও প্রতিষ্ঠান যুক্ত আছে। এছাড়া টেক্সাসের বাসিন্দাদের জন্য মোট ১ লাখ ডলার গ্রান্ট সহায়তা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। প্রতি প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৫০০ ডলার থেকে শুরু করে ১০ হাজার ডলার পর্যন্ত গ্রান্ট দেওয়া হবে। আরেক খবরে জানা গেছে, সিনেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে ৬ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। ২০২০ এবং ২০২১ সালে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের এই অর্থ সহায়তা দেওয়া হবে। আর স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষুদ্র লোনের অনুমোদন দিয়েছে। ২ দশমিক ৮৮ শতাংশ সুদে ৩০ বছরের জন্য এই লোন দেওয়া হবে। এলএবাংলাটাইমস/ওএম