আমেরিকা

জুলাই'র ১ম সপ্তাহে মার্কিন নাগরিকত্ব পাবে ৬ হাজার ৬০০ জন

স্বাধীনতা দিবস উৎসব উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৮ জুলাই সময়ের  মধ্যে ৬ হাজার ৬০০ জনকে মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়া ২০২০ সালের অর্থ বছরে এখন পর্যন্ত ৬ লাখ ৬১ হাজার ৫০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০২১ সালে ৮ লাখ ৫৫ হাজার জনের নাগরিকত্ব ঘোষণা করা হয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সূত্র জানায়, ২০২২ অর্থ বছরে যোগ হওয়া ১ লাখ ৯৭ হাজার বা ৩৪ শতাংশ ম্যাক্সিকো, ইন্ডিয়া, ফিলিপাইন, কিউবা এবং ডমিনিকান রিপাবলিকান- এই ৫ দেশের বাসিন্দা।
 
ইউএসসিআইএস ডিরেক্টর ইউআর জাড্ডু জানান, অভিবাসীদের নিজেদের করে নেওয়া আমেরিকার আসল ঐতিহ্য। তিনি বলেন, 'আমেরিকাকে নাগরিকত্বের জন্য বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। ৪ জুলাই ৬ হাজার ৬০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা দেশ ও জাতির জন্য বিসর্জন ও কাজ করেছেন। এলএবাংলাটাইমস/ওএম