আমেরিকা

রিমেইন ইন মেক্সিকো নীতির অবসান ঘটলো

অবশেষে ‘রিমেইন ইন মেক্সিকো’ নামক অভিবাসন নীতি তুলে দেওয়ার পক্ষে রায় দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম আদালত। বৃহস্পতিবারে (২৯ জুন) এই সিদ্ধান্ত নেয় আদালতটি। ৫-৪ ভোটের ব্যবধানে সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রধান বিচারপতি জন রবার্টস সিদ্ধান্তটি লিখেছেন এবং তাঁর সাথে যোগ দিয়েছেন বিচারপতি ব্রেট কাভানা, স্টিফেন ব্রেয়ার, সোনিয়া সোটোমায়র এবং এলেনা কাগান।   সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে অভিবাসনের বিরুদ্ধে কঠোরতা দেখানোর জন্য এই নীতির প্রচলন করেন। প্রেসিডেন্ট  জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে অফিসে তার প্রথম দিনে প্রোগ্রামটি স্থগিত করেছিলেন। কিন্তু নিম্ন আদালত রিপাবলিকান নেতৃত্বাধীন টেক্সাস এবং মিসৌরির একটি মামলার প্রতিক্রিয়ায় এটি পুনঃস্থাপনের আদেশ দেয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ