আমেরিকা

বাড়তি ২০০ ডলার সোশ্যাল সিকিউরিটি পেতে পারেন মার্কিনীরা!

গত কয়েক বছর ধরেই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে অস্বস্তিতে রয়েছে নিম্ন আয়ের মার্কিনীরা। সোশ্যাল সিকিউরিটি গ্রহীতারা যেনো আরও বেশি অর্থ পেতে পারে, সেজন্য আইনপ্রণেতারা নতুন আইন পাশ করেছেন। জুন মাসে ইউএস রিপ্রেজেনটেটিভ পিটার ডিফাজিও এবং সিনেটর বার্নি স্যান্ডার্স সোশ্যাল সিকিউরিটি এক্সপেনশন অ্যাক্ট প্রস্তাবনা করেন, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফলপ্রসু হবে। জীবনযাপনের জন্য অর্থ বরাদ্দ এবং ধনাঢ্যদের সোশ্যাল সিকিউরিটির অর্থ প্রদানসহ আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই প্রস্তাবনা বিলে সোশ্যাল সিকিউরিটি গ্রাহকরা প্রতিমাসে আরও ২০০ ডলার বাড়তি পেতে পারেন, যা মোট অর্থের ১২ শতাংশ বেশি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রেজিস্টার্ড সোশ্যাল সিকিউরিটি অ্যানালিস্টের প্রেসিডেন্ট মার্থা শেডেন জানান যে অনেকেই সোশ্যাল সিকিউরিটির উপর নির্ভর করে থাকেন। আরও ২০০ ডলার করে পেলে তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। এলএবাংলাটাইমস/ওএম