আমেরিকা

নারী গ্রাহককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আইনি জটিলতায় ওয়ালমার্ট

ওয়ালমার্টের কর্মীর দ্বারা একজন নারী গ্রাহক শারীরিক আঘাতের শিকার হওয়ায় আইনি জটিলতায় পড়েছে ওয়ালমার্ট। অভিযোগে বলা হয়েছে, গত বছর শপিং কার্টে লাইনে দাঁড়ানোর পর এক কর্মী এই নারীকে ধাক্কা দিলে সে পরে যেয়ে আঘাত পায়। ওই নারী জানায়, এতে ওই নারী একাধিক আঘাত, ইন্টারনাল ইনজুরি, মাথাব্যথা এবং ইমোশনাল ডিস্ট্রেসে ভোগে। ২০২১ সালের জুলাই মাসে লুইজিয়ানার ডোনাল্ডসন ভিলের ওয়ালমার্টে এই ঘটনা ঘটে। আহত হওয়া ওই নারীর নাম বেভারলি রবিনসন। রবিনসনের অ্যাটর্নি জানান, শপিং কার্টে পণ্য নিয়ে লাইন দাঁড়ানোর পর এক কর্মী তাকে অহেতুক সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই ঘটনায় ৭৫ হাজার ডলার জরিমানার পাশাপাশি মেডিকেল এবং লিগ্যাল ফি দাবি করা হয়েছে ওয়ালমার্টের কাছে। এলএবাংলাটাইমস/ওএম