ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) মাধ্যমে মেইল পাঠানোর খরচ বাড়ছে। রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হতে যাচ্ছে।
ইউএসপিএস জানিয়েছে, ফার্স্ট ক্লাস মেইল প্রাইজ বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত এপ্রিল মাসেই এই নতুন মূল্য ধার্য্য করা হয়েছে।
তবে এর পাশাপাশি ইউএস পোস্টাল সার্ভিসের খরচও বাড়ছে। মে মাসে পোস্টমাস্টার জেনারেল লুইজ ডিজয় জানান, আসন্ন বছরগুলোতে আমেরিকানদের এ খরচ আরও বেড়ে যেতে পারে। স্ব-নির্ভর হতে চেষ্টা করছে ইউএস পোস্টাল সার্ভিস, তাই মূল্য বর্ধিত করা হচ্ছে।
ইউএসপিএস এর নতুন বর্ধিত মূল্য হলো-
১) ফার্স্টক্লাস মেইল লেটার রেট দুই সেন্ট বেড়েছে। প্রতি আলাদা আউন্সের জন্য আরও দশমিক ২৪ সেন্ট যুক্ত হবে।
২) মেটারেড মেইল এর খরচ চার সেন্ট বেড়েছে।
৩) ফার্স্ট ক্লাস মেইল ফ্লাটস/লার্জ এনভেলোপের ক্ষেত্রে মূল্য বেড়েছে ৪ সেন্ট। আলাদা আউন্সের জন্য যুক্ত হবে আরও দশমিক ২৪ সেন্ট।
৪) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল এর খরচ বেড়েছে ১০ সেন্ট।
৫) পোস্টকার্ডের মূল্য বেড়েছে ৪ সেন্ট।
৬) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল বেড়েছে ১০ সেন্ট।
৭) সার্টিফাইড মেইলের খরচ বেড়েছে ২৫ সেন্ট।
৮) মিডিয়া মেইলের খরচ বেড়েছে ৯ শতাংশ।
এলএবাংলাটাইমস/ওএম