আমেরিকা

খরচ বাড়ছে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসে

ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) মাধ্যমে মেইল পাঠানোর খরচ বাড়ছে। রবিবার থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হতে যাচ্ছে। ইউএসপিএস জানিয়েছে, ফার্স্ট ক্লাস মেইল প্রাইজ বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত এপ্রিল মাসেই এই নতুন মূল্য ধার্য্য করা হয়েছে। তবে এর পাশাপাশি ইউএস পোস্টাল সার্ভিসের খরচও বাড়ছে। মে মাসে পোস্টমাস্টার জেনারেল লুইজ ডিজয় জানান, আসন্ন বছরগুলোতে আমেরিকানদের এ খরচ আরও বেড়ে যেতে পারে। স্ব-নির্ভর হতে চেষ্টা করছে ইউএস পোস্টাল সার্ভিস, তাই মূল্য বর্ধিত করা হচ্ছে। ইউএসপিএস এর নতুন বর্ধিত মূল্য হলো- ১) ফার্স্টক্লাস মেইল লেটার রেট দুই সেন্ট বেড়েছে। প্রতি আলাদা আউন্সের জন্য আরও দশমিক ২৪ সেন্ট যুক্ত হবে। ২) মেটারেড মেইল এর খরচ চার সেন্ট বেড়েছে। ৩) ফার্স্ট ক্লাস মেইল ফ্লাটস/লার্জ এনভেলোপের ক্ষেত্রে মূল্য বেড়েছে ৪ সেন্ট। আলাদা আউন্সের জন্য যুক্ত হবে আরও দশমিক ২৪ সেন্ট। ৪) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল এর খরচ বেড়েছে ১০ সেন্ট। ৫) পোস্টকার্ডের মূল্য বেড়েছে ৪ সেন্ট। ৬) ফার্স্ট ক্লাস মেইল ইন্টারন্যাশনাল বেড়েছে ১০ সেন্ট। ৭) সার্টিফাইড মেইলের খরচ বেড়েছে ২৫ সেন্ট। ৮) মিডিয়া মেইলের খরচ বেড়েছে ৯ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম