আমেরিকা

১৪ রাজ্যের বাসিন্দারা পাচ্ছেন স্টিমুলাস পেমেন্ট

আমেরিকায় জ্বালানির দামসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। সংকট মোকাবিলায় ১৪টি অঙ্গরাজ্য স্টিমুলাস পেমেন্ট প্রদান করতে যাচ্ছে। তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক করে জানান, ২০২০ সালের স্টিমুলাস পেমেন্ট প্রদানের কারণেই বর্তমান মুদ্রাস্ফীতি বিরাজ করছে৷ ক্যালিফোর্নিয়ার ২৩ মিলিয়ন বাসিন্দাকে সর্বোচ্চ ১ হাজার ৫০ ডলার করে ডিরেক্ট পেমেন্ট প্রদান করা হবে৷ জর্জিয়া গভর্নর ব্রায়ান কেম্প একক করদাতের জন্য ২৫০ ডলার এবং যৌথ করদাতাদের জন্য ৫০০ ডলার প্রদান করা হবে। এছাড়া কলোরাডো, ডিলওয়ারে, হাওয়াই, ইডাহো, ইলিনয় এবং ইন্ডিয়ানা রাজ্যে ট্যাক্স রিবেট বা স্টিমুলাস চেক বরাদ্দ রাখা হচ্ছে। করোনা মহামারি চলাকালীন আমেরিকার ৫ ট্রিলিয়ন ডলার খরচ হয়ে যায়। দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক অব স্যান ফ্র‍্যান্সিসকো জানিয়েছেন, ২০২১ সালের শেষে মুদ্রাস্ফীতি ৩ শতাংশ বেড়েছে৷ তবে বিশেষজ্ঞ অর্থনীতিবিদেরা জানাচ্ছেন, নতুন ও ছোট অংকের এই স্টিমুলাস চেক মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। বাসিন্দারা যদি এই অর্থ দ্রুত খরচ করে ফেলে, তবে এই মুদ্রাস্ফীতি বাড়বে। এর আগে বাইডেন প্রশাসন বাসিন্দাদের ডিরেক্ট স্টিমুলাস চেক প্রদানের পক্ষে থাকলেও এখন চতুর্থ নাগরিক প্রণোদনা প্রদানের সম্ভাবনা খুবই কম। এলএবাংলাটাইমস/ওএম