২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মেক্সিকোতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ভাবছে মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানরা। বুধবারে (১৩ জুলাই) এই তথ্য জানান মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর।
মঙ্গলবারে (১২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন অবরাডোর। এর পরেরদিনই মেক্সিকান এবং মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের এক বৈঠকে অংশগ্রহণ করেন অবরাডোর এবং মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবার্ড।
বিনিয়োগের সংবাদকে মেক্সিকোর জন্য ভালো সংবাদ হিসেবে অভিহিত করেন এবার্ড। মেক্সিকোতে মার্কিন এনার্জি কোম্পানিগুলো মুলতুবি থাকা অর্থকে আরও বেগবান করবে বলে আশা করছে মেক্সিকান কর্মকর্তারা।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ