আমেরিকা

খাশোগী হত্যাকাণ্ডে সৌদি প্রিন্স দায়ী নয়: বাইডেন

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে সাক্ষাতের সময় সাংবাদিক জামাল খাশোগী হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন জানান, খাশোগী হত্যাকাণ্ডে প্রিন্স সালমান ব্যক্তিগত ভাবে জড়িত নয়। প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে গেছেন। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি মানবাধিকার বিষয়ে সৌদি আরবকে উচিৎ শিক্ষা দিবেন। নির্বাচনের আগে বাইডেন বলেন, 'জামাল খাশোগী হত্যাকাণ্ডের বিষয়টি আমার কাছে এবং যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ'। তবে তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি ঐক্যমত হয়েছে। জামাল খাশোগী হত্যাকাণ্ড নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দোষারোপ করে এসেছে। তবে প্রিন্স সালমান বরাবর এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। শুক্রবার প্রিন্স সালমানের সাথে আলোচনার পর জো বাইডেন জানান, তিনি জামাল খাশোগীর সম্মানে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। বাইডেন জানান যে তিনি এই বিষয়ে আগে যা ভেবেছিলেন, আলোচনার পর সেই ভাবনায় পরিবর্তন এসেছে। বাইডেন জানান যে আমেরিকা সবসময় মানবাধিকার নিয়ে কথা বলে এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বাইডেন জানান, প্রিন্স সালমান ব্যক্তিগতভাবে এই মৃত্যুর জন্য দায়ী নয়। এলএবাংলাটাইমস/ওএম