লাস ভেগাস এয়ারপোর্টের কাছে মধ্য-আকাশে দুইটি ছোট বিমানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দুপুরে নর্থ লাস ভেগাস এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে একটি সিঙ্গেল ইঞ্জিন পাইপার পিএ-৪৬ এবং সিঙ্গেল ইঞ্জিন কেসনা ১৭২ বিমানের মধ্যে রবিবার দুপুরে মধ্য আকাশে সংঘর্ষ হয়।
এফএএ জানিয়েছে, পাইপার পিএ-৪৬ ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অন্য বিমানটির সাথে সংঘর্ষ হয়। পাইপারটি ক্রাশ করে রানওয়ে থেকে ৩০ ফুট দূরে এবং কেসনা বিমানটি পানিতে পড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, প্রতিটি বিমানেই দুইজন করে যাত্রী ছিল।
দ্য নর্থ লাস ভেগাস এয়ারপোর্ট জানিয়েছে, প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিল। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনার তদন্ত করে দেখছে।
এলএবাংলাটাইমস/ওএম