আমেরিকা

কেনটাকিতে আকস্মিক বন্যায় শিশুসহ মৃত ১৬

কেনটাকিতে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণ এই বন্যা হয়েছে বলে জানান কেনটাকি গভর্নর। গভর্নর কেনটাকি গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বন্যা পরিস্থিতির জন্য 'মেজর ডিজাস্টার' হিসেবে ঘোষণা করেছেন। সেইসাথে স্থানীয়দের সাহায্য করতে ফেডারেল এইড এর ঘোষণা দিয়েছেন। মৃতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। এদের মধ্যে ১ বছরের একটি শিশুও আছে। এছাড়া এখন পর্যন্ত ২৩ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। গভর্নর হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি জানান, এখনও বেশকিছু এলাকা পানির নিচেই তলিয়ে আছে। কিছু অঞ্চল অত্যন্ত দুর্গম হয়ে গেছে। গত সপ্তাহের আগে ভারি বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় পরিণত হয়েছে৷ বন্যায় শতাধিক বাড়ি ভেসে গেছে। এলএবাংলাটাইমস/ওএম