আমেরিকা

৩য় সর্বোচ্চ অংকের লটারি ড্র হবে শুক্রবার

শুক্রবার (২৯ জুলাই) মেগা মিলিয়নস টিকিট ক্রয়কারীদের মধ্যে সৌভাগ্যবানরা বিলিয়ন ডলার পেতে যাচ্ছেন। জ্যাকপটে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে এটি তৃতীয় বড় অংকের লটারির অর্থ। উইনিং নাম্বারগুলো: ১৩- ৩৬- ৪৫- ৫৭- ৬৭। মেগাবল: ১৪। যারা বিজয়ী হয়ে এই লটারি জিতবেন, তারা ২৯ বছর ধরে প্রতি বছর অর্থ পাবেন। এছাড়া কেউ চাইলে ৭৪৭ দশমিক ২ ডলারের বিনিময়ে এককালীনভাবে অর্থ তুলে নিতে পারবেন। প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাতে মেগা মিলিয়নস খেলা হয়। ২০ বছরের ইতিহাসে ২২১ জন জ্যাকপট জিতেছেন। সর্বশেষ বড় জ্যাকপট জয়গুলো হলো: ১) ১ দশমিক ৫ বিলিয়ন- সাউথ ক্যারোলিনা, অক্টোবর ২০১৮। ২) ১ বিলিয়ন - মিশিগান, জানুয়ারি ২০২১ ৩) ৬৫৬ মিলিয়ন- ইলিনয়, ক্যানসাস, ম্যারিল্যান্ড, মার্চ ২০১২ ৪) ৬৪৮ মিলিয়ন - ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ডিসেম্বর ২০১৩ ৫) ৫৪৩ মিলিয়ন - ক্যালিফোর্নিয়া, জুলাই ২০১৮ মেগা মিলিয়নস ডিস্ট্রিক্ট অব কলুম্বিয়া এবং ইউএস ভার্জিন আইসল্যান্ড সহ ৪৫টি দেশে খেলা হয়ে থাকে। এলএবাংলাটাইমস/ওএম