আমেরিকা

আকস্মিক বন্যায় ডুবলো লাস ভেগাস

লাস ভেগাসে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় ডুবে গেছে এয়ারপোর্ট, পার্কিং লটসহ বিখ্যাত ক্যাসিনো ও হোটেল। বৃহস্পতিবার রাতে বন্যার পানিতে সয়লাব হয় লাস ভেগাস। ভারী বৃষ্টিপাত ও আকস্মিজ বন্যায় বেশকিছু ভবন ডুবে যাওয়ার পর সতর্কতা জারি করা হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সিন সিটির সড়ক পানিতে ডুবে আছে। এছাড়া ডাউনটাউনের সড়কগুলোও পানিতে ডুবে গেছে এবং ক্যাসিনোতে পানি প্রবেশ করছে। তবে বন্যায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানান লাস ভেগাস ফায়ার ইনফরমেশন অফিসার টিম জিমান্সকি। এলএবাংলাটাইমস/ওএম