আমেরিকা

ইউক্রেনকে আরও ৭৭ কোটি ডলার সামরিক সহায়তা

রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনকে সাড়ে ৭৭ কোটি ডলারের আরেকটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ দিচ্ছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন আরও জানান, যত দিন সময় লাগে রাশিয়ার হামলা বন্ধ করতে ইউক্রেনকে সহায়তা করে যাওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে। ব্লিঙ্কেন বলেন, যুদ্ধক্ষেত্রে পার্থক্য গড়ে দিতে এবং আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতে এই সহায়তাগুলো অনেক হিসাব-নিকাশ করে দেওয়া হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন পুতিন। এ যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ। চলমান যুদ্ধে রুশ বাহিনী ৩ হাজার ৬৫০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল। এলএবাংলাটাইমস/ওএম