আমেরিকা

নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিউ জার্সির পাসায়িক কাউন্টিতে দুই গাড়ির সংঘর্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মার্সিডিজ গাড়িতে থাকা শাহরিয়ার আহমেদ (১৯) এবং শাকিল আলির (১৯) মৃত্যু হয়েছে। পাসায়িক কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শুক্রবার রাতে লিটল ফলস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পাসায়িক কাউন্টি প্রসিকিউটর ক্যামেলিয়া এম ভালদেস এবং লিটল ফলস পুলিশ ডিপার্টমেন্ট ডেপুটি চিফ ব্রায়ান প্রল জানান, উডহাল অ্যাভিনিউ অ্যান্ড নিওয়ার্ক পম্পটন টার্নপাইক ইন্টারসেকশনের কাছে একটি জিপ গ্র‍্যান্ড শেরোকের সাথে মার্সিডিজ সি৩০০ গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর শাহরিয়ার আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। আর শাকিল আলিকে সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জিপ গাড়িটি চালাচ্ছিল ১৮ বছর বয়েসী ওয়ানে ম্যান নামের এক যুবক। শাহরিয়ার স্থানীয় ও আন্তর্জাতিক বাঙ্গালি কমিউনিটি নিউজ প্লাটফর্ম সবুজ বাংলার টেকনোলজি ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশুনা করেন। এছাড়া ২০২১ সালে পাসায়িক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র‍্যাজুয়েট করেন। সেখানে তিনি ন্যাশনাল মেরিট স্কলার ছিলেন এবং একটি অ্যাপ বানিয়ে কংগ্রেসে প্রশংসা পেয়েছিলেন। এছাড়া আলি হাসান ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে কম্পিউটার সায়েন্স থেকে গ্র‍্যাজুয়েট করেন। ইউনিভার্সিটি থাকাকালীন তিনি ফিউচার বিজনেস লিডার্স অব আমেরিকার প্রেসিডেন্ট, রবোটিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের প্রধান প্রোগ্রামার এবং রো ক্যাপা অনার সোসাইটির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি অ্যামাজনে ইন্টার্ন করেন। এলএবাংলাটাইমস/ওএম