আমেরিকা

মাতাল অবস্থায় গাড়ি চালানোয় ন্যান্সি পেলোসির স্বামীর কারাদণ্ডের রায়

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ইউএস হাউজ অব রিপ্রেজেনটেটিভ স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে (৮২) ৫ দিনের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। পল পেলোসি গত মে মাসে নাপা কাউন্টিতে মাতাল অবস্থায় পোরশে চালিয়ে দুর্ঘটনার মুখে পরেন। পরে আদালতে অভিযোগটি স্বীকার করে নেন তিনি। তবে প্লি ডিলের আওতায় মাল্টিমিলিনিয় পল পেলোসি কারাভোগ করছেন না। ইউএস কংগ্রেসের সর্বজেষ্ঠ ডেমোক্রেটিক ন্যান্সি পেলোসি ১৯৬৩ সালে পল পেলোসিকে বিয়ে করেন। মে'র ২৮ তারিখ মাতাল অবস্থায় গাড়ি দুর্ঘটনার মুখে পরার পর ২৮ মে কারাগারে রাত কাটান পল পেলোসি। এটিকে ৫ দিজ কারাভোগের দুইদিন হিসেবে বিবেচনা করা হয়েছে। এরপরের দুইদি ভালো ব্যবহারের জন্য ও এরপরের একদিন ৮ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের জন্য মওকুফ করে দেওয়া হয়েছে। ভেনচুরা ক্যাপিটাল ফার্মের মালিক পল পেলোসিকে ৩ বছরের জন্য প্রবেশন, ৩ মাসের জন্য ড্রাইভিং কোর্স এবং ৭ হাজার ডলার জরিমানা ধার্য্য করা হয়েছে। তবে তার ড্রাইভিং লাইসেন্সটি বাতিল করা হচ্ছে না। তবে অ্যালকোহলের উপস্থিতি জানতে গাড়িতে একটি ইগনিশন ডিভাইস রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের এই রায়ে পল পেলোসি কিংবা ন্যান্সি পেলোসি কেউই উপস্থিত ছিল না। এলএবাংলাটাইমস/ওএম