আমেরিকা

লোন মওকুফের ভুয়া আশ্বাস, সাবেক আর্মি অফিসারের কারাদণ্ড

অর্থের বিনিময়ে স্টুডেন্ট লোন মওকুফ করানোর ভুয়া আশ্বাস দিয়ে ৪১ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে সাবেক আর্মি অফিসারকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার জর্জিয়ার আদালত ৪১ বছর বয়স্ক ডি'রিক ব্যাংকসের বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করেন। বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অনেক লোন গ্রহীতা বিশ্বাস করেছিল যে ব্যাংকস তাদের বৈধভাবে এই লোন মওকুফ করাতে পারবে। মিথ্যা আশ্বাস দিয়ে ৮ লাখ ৯১ হাজার ২০২ ডলার উদ্ধার করা হয়েছে। ব্যাংকস মূলত ভুয়া ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্সের লেটারহেডে ভুয়া চিঠি লিখে দাবি করেন যে যেসব লোন গ্রহীতার জন্য তিনি আবেদন করছেন, তারা সবাই শারীরিক প্রতিবন্ধী। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরির অভিযোগ আনা হয়েছে ও ১০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম