আমেরিকা

১ হাজার ৪০০ ডলার ডিরেক্ট পেমেন্ট পেতে যাচ্ছেন অনেক পরিবার!

আইওয়া স্টেটস- এর ২ হাজার ২০০ জন বাসিন্দাকে ১ হাজার ৪০০ ডলার করে প্রদান করা হচ্ছে। ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার বরাদ্দ থেকে পেমেন্ট প্রদান করা হচ্ছে। জনসন কাউন্টির স্বল্প আয়ের মানুষজনকে দ্য ডিরেক্ট অ্যাসিস্টেন্স প্রোগ্রামের আওতায় অর্থ দেওয়া হচ্ছে। জনসন কাউন্টি অর্থ বরাদ্দ দিয়েছে ২ মিলিয়ন, আইওয়া কাউন্টি অর্থ বরাদ্দ দিয়েছে ১ দশমিক ৩৫ মিলিয়ন এবং কোরালভিলে কাউন্টি অর্থ বরাদ্দ দিয়েছে ২৭ হাজার ডলার। তবে এর মধ্যে স্বল্প আয়ের বাসিন্দাদের পেমেন্ট করা হবে মোট ২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। ফলে প্রায় ৩০০ আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে। কর্তৃপক্ষ দাবি করেছে, শ্রমিকদের বাদ দিতে হয়েছে কারণ তারা আইওয়া সিটি লিমিটের মধ্যে বাস করছে না। জনসন কাউন্টির গ্র‍্যান্টস ম্যানেজার ডনা ব্রুকস জানান, স্বল্প আয়ের ৩১৯টি পরিবার, যাদের বার্ষিক আয় ৪৫ হাজার ডলার বা এর কম, তাদের দ্রুতই অর্থ বিতরণ করা হবে। যারা অর্থ বরাদ্দ পাচ্ছেন, তাদের আর্থিক দুরবস্থার প্রমাণপত্র দেখাতে হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম