আমেরিকা

১ হাজার ৫০০ ডলার ডিরেক্ট পেমেন্ট প্রদান শুরু কলোরাডোয়

কলোরাডো অঙ্গরাজ্যের লাখো করদাতা ইতোমধ্যে ১ হাজার ৫০০ ডলার সমমূল্যের ডিরেক্ট পেমেন্ট পেয়ে গেছেন। এই মাসে আরও পেমেন্ট আসতে পারে। যেসব বাসিন্দা ট্যাক্স রিবেট চেক পাওয়ার জন্য যোগ্য, তাদেরকে গত কয়েক মাসের অর্থ প্রদান করছে রাজ্য কর্তৃপক্ষ। যেসব বাসিন্দা গ্রীষ্মকালীন টাকা পাচ্ছে, তাদের ২০২২ সালের জুন মাসের ৩০ তারিখে ট্যাক্স ইনকাম দাখিল করতে হয়। একক দাখিলকারীরা ৭৫০ ডলার পেমেন্ট পাবেন এবং দ্বৈত দাখিলকারীরা পাবেন ১ হাজার ৫০০ ডলার। জুন মাসে যারা ফাইল দাখিল করেছে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পেমেন্ট পেতে পারেন। তবে যারা বর্ধিত সময়ে ফাইল দাখিল করেছেন, তারা অক্টোবর ১৭ তারিখ স্টেট ইনকাম ট্যাক্স রিটার্ন পাবেন। যারা বর্ধিত সময়ে ট্যাক্স দাখিল করবেন তারা জানুয়ারি ৩১, ২০২৩ সালের মধ্যে তাদের পেমেন্ট পাবেন। দ্য কলোরাডো ডিপার্টমেন্ট অব রেভিনিউ জানায়, ইতোমধ্যে ২ দশমিক ৪ মিলিয়ন বাসিন্দাকে পেমেন্ট পাঠানো সম্পন্ন হয়েছে। ডিপার্টমেন্ট অব রেভিনিউ এর এক্সিকিউটিভ ডিরেক্টর জানান এখন পর্যন্ত ৮৭ শতাংশ আবেদনকারীর অর্থ পাঠানো শেষ হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম