আমেরিকা

ইউক্রেন ও মিত্রদেশগুলোর জন্য ২ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ!

ইউক্রেন ও মিত্রদেশগুলোর জন্য ২ দশমিক ৭ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। এর মধ্যে রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনকে সামরিক সহায়তা প্যাকেজের জন্য ৬৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। জার্মানির রামস্টেইনের ইউএস বিমানঘাঁটিতে বেশ কিছু কর্মকর্তার সাথে আলোচনার পর এই ঘোষণা দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ভারি কিছু সমরাস্ত্র দেওয়া হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। বাইডেন প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেন ও এর পার্শ্ববর্তী ১৮টি দেশের সুরক্ষায় ২ বিলিয়ন ডলার দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয় যে ভবিষ্যতে ন্যাটো এবং ন্যাটোর বাইরের সদস্য দেশগুলো রাশিয়ার হামলার শিকার হতে পারে। কংগ্রেসকে এই সহায়তা প্যাকেজ সম্পর্কে খুব শীঘ্রই জানানো হবে বলে নিশ্চিত করেছেন বাইডেন প্রশাসন। ইউএস সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিনকেন এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান এবং ইউক্রেনকে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। এলএবাংলাটাইমস/ওএম