আমেরিকা

দেহদান কেন্দ্রে দানবাকৃতির দেহ আবিষ্কার


যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি দেহদান কেন্দ্রে গোয়েন্দা অভিযানে একটি দানবাকৃতির দেহ আবিষ্কৃত হয়েছে। মানবদেহের বিভিন্ন অঙ্গ অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত ছিল কেন্দ্রটি। ২০১৪ সালে পুলিশ অ্যারিজোনার বায়োলজিক্যাল রিসোর্স সেন্টারে অসংখ্য খণ্ডিত দেহের ভয়াবহ অংশ একত্রে আবিষ্কার করেছিল। এ ঘটনায় মামলাও হয়েছিল। সম্প্রতি মামলার নতুন বিবরণ প্রকাশিত হয়েছে। মামলার নথিতে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তারা বাক্সভর্তি হাত-পা ও দেয়ালে টাঙানো মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। এ ছাড়া পুলিশ নারী-পুরুষের শরীরের বিভিন্ন অংশ মিশ্রিত অবস্থায় পেয়েছে। শরীরের অঙ্গ অপব্যবহারের কারণে মৃতের পরিবারের সদস্যরা ওই কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন। কারণ, সেখানে দেহদান করা হয়েছিল ‘শুধু চিকিৎসা ও বৈজ্ঞানিক পরীক্ষা’ করানোর জন্য। বায়োলজিক্যাল রিসোর্স সেন্টারের স্বত্বাধিকারী স্টিফেন গোরকে ২০১৫ সালে দোষী সাব্যস্ত করে ১২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। এলএবাংলাটাইমস/এজেড