আমেরিকা

বৈঠকে বসছেন এরদোগান-বাইডেন, আলোচনার বিষয় চূড়ান্ত নয়

আগামী ১৫-১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের শহর সমরকন্দে রাষ্ট্রীয় পর্যায়ের এ সামিট (এসসিও) অনুষ্ঠিত হবে। সামিটের পর যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন তুর্কি প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেখানে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি এর মধ্যে থাকবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে খাদ্যশস্যের চালান নিয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে গ্রিসকে নিয়ে উদ্বেগের বিষয়গুলো। সেখানে তিনি এ-ও বলবেন যে, এসব বিষয়ে তুরস্ক কখনই আপস করবে না। নিউইয়র্কে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এরদোগানের বৈঠক চলতে থাকবে। সাধারণ অধিবেশের মাঝের সময়গুলোতে তিনি সেখানে বিভিন্ন দেশ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন। তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে  সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং এরদোগানের মধ্যে একটি বৈঠকের কথা রয়েছে। বৈঠকে তুরস্ক-রাশিয়া সম্পর্ক, যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং ইউক্রেন ও সিরিয়ার মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা হতে পারে। এলএবাংলাটাইমস/এজেড