আমেরিকা

ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ জোরদার হয়েছে। এ অবস্থায় ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তার অনুমোদন করা হয়। এই সহায়তার মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম প্রদান, সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জন্য এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে ৩৭ হাজার কামানের গোলা। এর মধ্যে এক হাজার নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া প্রতিরক্ষা রাডারসহ অন্য যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামও দেওয়া হবে ইউক্রেনকে। পেন্টাগন জানায়, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেটের জন্য আরও গোলাবারুদ দেওয়া হচ্ছে। তবে এ সহায়তার আওতায় কিয়েভের দীর্ঘদিন ধরে দাবি করা দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে কিয়েভকে দেড় হাজার কোটি মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।  ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভের সফল পাল্টা আক্রমণ আরও জোরদার করতে দ্রুত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মাসে যেসব অস্ত্র ব্যবহার করে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে কিয়েভের বাহিনী সাফল্য পেয়েছে, এবার সেগুলো আরও বেশি করে দেওয়া হচ্ছে। এলএবাংলাটাইমস/এজেড