পাসপোর্ট রিনিউ- এর ঝক্কি ঝামেলা সহজ হতে যাচ্ছে খুব শীঘ্র। দ্য স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি জানায়, আগামী বছরের শুরুতে অনলাইনে পাসপোর্ট রিনিউ প্রক্রিয়া শুরু করা হতে পারে।
করোনা মহামারিতে পাসপোর্ট রিনিউ প্রক্রিয়া হতে ১৮ মাসের মতো দীর্ঘ সময় লেগে যায়। পরবর্তীতে প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে অনলাইন পাইলট প্রোগ্রাম চালু করা হয়, যেটি সফল হিসেবে পরিগণিত হয়।
তবে সবাই অনলাইন পাসপোর্ট রিনিউ এর জন্য বিবেচ্য হবেন না। ১৬ বছরের কম বয়েসী এবং যারা প্রথমবার পাসপোর্টের আবেদন করছেন, তাদের জন্য অনলাইন প্রক্রিয়া বিবেচ্য হবে না।
https://travel.state.gov/content/travel.html এই ওয়েবসাইটে এই সম্পর্কিত আরো বিস্তারিত জানা যাবে।
এলএবাংলাটাইমস/ওএম