আমেরিকা

নিউট্রিশান প্রোগ্রামের ২৫০ মিলিয়ন ডলার আত্মসাৎ, অভিযুক্ত ৪৭

মিনেসোটায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের খাদ্যের জন্য ঘোষিত ফেডারেল কর্মসূচির ২৫০ মিলিয়ন ডলার জালিয়াতির জন্য ৪৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। করোনা মহামারির সময় ঘোষিত প্যাকেজ থেকে সুবিধা গ্রহণ ও প্রতারণা চক্র চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ইউএস অ্যাটর্নি অ্যান্ড্রু লুগ্যার জানান, করোনা সংক্রান্ত সবচেয়ে বড় জালিয়াতি এটি। লুগ্যার জানান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওয়্যার ফ্রড, মানি লণ্ডারিং এবং অবৈধ লেনদেনের অভিযোগ দায়ের করা হয়েছে। লুগ্যার জানান, অভিযুক্তরা প্রতারণা করে ফেডারেল চাইল্ড নিউট্রিশান প্রোগ্রামের ২৫০ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। এই অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বরাদ্দ ছিল। রাষ্ট্রের আইনজীবীরা জানান, প্রতারকরা মিনেসোটার শিশুদের জন্য খাবার প্রদান করেন এই সংক্রান্ত একটি ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করেন। এলএবাংলাটাইমস/ওএম