আমেরিকা

দেশে যৌনরোগ এখন নতুন আতঙ্কের নাম

যুক্তরাষ্ট্রে যৌনবাহিত রোগ দিন দিন বেড়ে চলেছে। গত বছর ২৬ শতাংশ সিফিলিস রোগীর সংখ্যা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা লেন্দ্রো মিনা বলেছেন, আমরা যৌনবাহিত রোগ নির্ণয় ও বৃদ্ধি প্রতিরোধে কাজ করছি। কয়েক বছর ধরে গনেরিয়া ও সিফিলিসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে দাঁড়িয়েছে। এইচআইভি রোগীর সংখ্যাও ২০২১ সালে ১৬ শতাংশ বেড়েছে। এছাড়া চলতি বছর মাক্সিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আরও উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রে। কারণ, মাঙ্কিপক্সের সংক্রমণ ঘটছে মূলত যৌনতার মধ্য দিয়ে। এ পরিস্থিতিকে দেশটির ন্যাশনাল কোলিশন অব এসটিডি ডিরেক্টরসের নির্বাহী পরিচালক ডেভিড হার্ভে ‘নিয়ন্ত্রণহীন’ বলেছেন। বার্মিংহামের আলাবামা ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক সাগ বলেছেন, এটি খুব সাধারণ ঘটনা। যখন মানুষ অরক্ষিত যৌন মিলন করে, তখন যৌন সংক্রামিত রোগের সৃষ্টি হয়। এলএবাংলাটাইমস/এজেড