আমেরিকা

ফ্লোরিডায় চরম দুরবস্থায় দুই হাজার বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে প্রায় ২ হাজারেও বেশি বাংলাদেশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে। এতে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলের ফোর্ট মায়ার্স, সেন্ট পিটার্সবার্গ, নেপলস, সারাসোটা ও কেপ কোরালসহ প্রায় ১০টি অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের ব্যবসা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি মোহাম্মদ রহমান জহির  জানান, ঘূর্ণিঝড়ে ফ্লোরিডার পূর্বাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলের ফোর্ট মায়ার্সসহ প্রায় ১০-১২টি অঞ্চলে বসবাসকারী প্রায় দুই হাজার বাংলাদেশির ব্যবসা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছে যা সর্বকালের রেকর্ড। ফোর্ট মায়ার্সের একজন বাংলাদেশি ব্যবসায়ী জানান, এখানকার বাংলাদেশিরা গ্যাস স্টেশন, কনভিনেন্স স্টোর ও গ্রোসারি ব্যবসায় জড়িত। গত ৩ দিনে আয়ানের আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে। বাড়িঘর ডুবে গেছে। অনেকের বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠেছে। এ এলাকার বাংলাদেশিসহ লাখ লাখ মানুষ চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ফ্লোরিডার নেপলস শহর এখনও ৪ ফুট পানির নিচে। বিদ্যুৎবিহীন বেশ কয়েকটি শহর। এলএবাংলাটাইমস/এজেড