আমেরিকা

ঘূর্নিঝড় ইয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

ঘূর্ণিঝড় ইয়ানে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ তে পৌঁছেছে। রোববার (২ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের দেয়া হিসাব এটি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ইয়ানের কারণে এ পর্যন্ত মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৮১ জনই ফ্লোরিডার। লি কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, ওই এলাকায় এখন পর্যন্ত ৪২ জনের প্রাণহানি হয়েছে। আশপাশের ৪ কাউন্টিতে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) চার মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ভেসে যায়। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বৃষ্টিতে নজিরবিহীন বন্যা দেখা দেয় এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। ঝড়ের পর বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসব এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় আরও মৃতদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার পর শুক্রবার ঘূর্ণিঝড়টি সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে আঘাত হানে। পরে তা দুর্বল হয়ে যায়। নর্থ ক্যারোলিনা কর্তৃপক্ষ বলছে অঙ্গরাজ্যটিতে চারজনের মৃত্যু হয়েছে। সাউথ ক্যারোলিনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এলএবাংলাটাইমস/ওএম