আমেরিকা

সৌদি ও রাশিয়াকে দুষলেন বাইডেন

গ্যাসের দাম বৃদ্ধির জন্য সৌদি আরব ও রাশিয়াকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘রুশ ও সৌদিরা যা করছে তার কারণেই দাম বাড়ছে।’ তেল উৎপাদক ও রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তে নাখোশ হয়ে শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি। ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরইমধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি। উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প খুঁজে বের করারও ইঙ্গিত দিয়েছেন বাইডেন। কর্মকর্তারা বলছেন, কৌশলগত রিজার্ভ থেকে প্রায় এক কোটি ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব আটকে দিতে চাইছেন বাইডেন। কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাইডেন প্রশাসন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা কমানোর প্রস্তুতি নিচ্ছে যাতে শেভরন কর্পোরেশনকে সেখানে তেল পাম্পিং পুনরায় শুরুর অনুমতি দেওয়া যায়। এলএবাংলাটাইমস/এজেড