আমেরিকা

শিকাগোতে পার্টিতে বন্দুক হামলা, শিশুসহ আহত ১৪

পশ্চিম শিকাগোতে একটি হ্যালোইন পার্টিকে লক্ষ্য করে গাড়ি থেকে চালানো গুলিতে ৩ শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা মৃদু থেকে গুরুতর৷ তবে কারো প্রাণহানির শঙ্কা আছে কী না তা এখনই নিশ্চিত নয়। সোমবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে শিকাগো পুলিশ সুপারইন্টেডেন্ট ডেভিড ব্রাউন জানান, আহতদের মধ্যে সর্বকনিষ্ঠ ৩ বছরের ১টি শিশু আছে। এছাড়া এই বন্দুক হামলায় ১১ থেকে ১৩ বছর বয়েসী দুই কিশোর আহত হয়েছে। আহতদের মধ্যে বাকিরা সবাই প্রাপ্ত বয়স্ক। তাদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে। এছাড়া আরেকজন নারী গোলাগুলির হট্টগোলের পর গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্য শিকাগো ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থল থেকে ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিকাগো পুলিশ জানায়, গারফিল্ড পার্ক নেইবারহুডে একাধিক গ্রুপ মিলে আড্ডা দিচ্ছিলো। সেখানে একটি বেলুন উড্ডয়ন অনুষ্ঠান হচ্ছিল। এসময় একটি গাড়ি কাছাকাছি এসে ভেতর থেকে গ্রুপটির উপর বেশকিছু গুলি ছোঁড়ে। এতে এই হতাহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির ভিতর অন্তত ২জন বন্দুকধারী ছিল। প্রাথমিকভাবে হামলার কারণ এখনও জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম