আমেরিকা

আমেরিকা ছেড়ে ম্যাক্সিকোতে আবাস গড়ছেন উল্লেখযোগ্য মার্কিনী

সদ্য প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে, সাউদার্ন বর্ডার দিয়ে রেকর্ড সংখ্যক আমেরিকান ম্যাক্সিকোয় বসবাস করতে পাড়ি জমিয়েছেন। প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, এই বছরের শুরুর নয় মাসে ৮ হাজাত আমেরিকান ম্যাক্সিকোয় বসবাসের জন্য টেম্পোরারি ভিসা ইস্যু করেছেন। ২০১৯ সালের এই সময় থেকে যা ৮৫ শতাংশ বেশি বলে জানিয়েছে ম্যাক্সিকোর ইন্টেরিয়র মিনিস্ট্রি। ১৯ শতাংশ আমেরিকান বসবাসের জন্য ম্যাক্সিকোর রাজধানীকে বেছে নিয়েছেন। এছাড়া ম্যাক্সিকো সিটির অন্যান্য জনপ্রিয় শহর পুয়ের্তো ভাল্লারতা ও ক্যানকুনে বসবাসের জন্য অনেকেই বেছে নিয়েছেন। সাময়িক ভিসা ছাড়াও অনেকে ম্যাক্সিকোতে স্থায়ী ভিসার জন্য আবেদন করেছেন। ২০১৯ সালের থেকে এই বছর স্থায়ী নাগরিকত্ব বেড়েছে ৪৮ শতাংশ। মিনিস্ট্রি রিপোর্ট অনুসারে, ৫ হাজার ৪১৮ আমেরিকান বছরের শুরুর নয় মাসে স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করেন। ম্যাক্সিকোয় বসবাস করতে হলে আয়ের উৎস, কোনো চাকরিদাতা, স্পন্সর কিংবা পরিবারের কারো সুপারিশ প্রয়োজন হয়। সাধারণত বিদেশীদের জন্য ছয় মাসের জন্য সাময়িক ভিসা প্রদান করে থাকে ম্যাক্সিকো। এলএবাংলাটাইমস/ওএম