আমেরিকা

ফ্লোরিডায় হারিকেন নিকোলের আঘাতে ২ জনের মৃত্যু

ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূল জুড়ে বয়ে যাচ্ছে ক্রান্তীয় ঝড় 'নিকোল'। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে ও অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। ঝড়টি এখন কিছুটা দুর্বল হতে শুরু করেছে। কিন্তু ঝড়ো বাতাসের তীব্রতা এখনও রয়ে গেছে। পাশাপাশি শুরু হয়েছে ভারি বৃষ্টি আর এতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবাড়ি তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোররাত ৩টার দিকে ঘণ্টায় একটানা ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হারিকেন 'নিকোল' মায়ামির উত্তর দিকে আটলান্টিক মহাসাগরের তীবরবর্তী ভোরো বিচের কাছ দিয়ে সাগর থেকে উঠে আসে। চলতি বছরের অষ্টম আটলান্টিক হারিকেন 'নিকোল' স্থলে উঠে এগিয়ে যাওয়ার সময় কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। এ ঝড়ের কারণে ফ্লোরিডার প্রায় সাড়ে ৩ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস জানান, তারা প্রস্তুত। ঝড়ের পর যে প্রয়োজন দেখা দেবে তা মেটানোর মতো যথেষ্ট সম্পদ মজুদ আছে। এটি একটি বড় ধরনের ঝড়। অঙ্গরাজ্যের অনেকটা অংশ জুড়ে এর প্রভাব পড়েছে। মূল উদ্বেগ 'নিকোল' এর ঝড়ো হাওয়া নিয়ে। এলএবাংলাটাইমস/এজেড