আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি

হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মধ্যবর্তী নির্বাচনের জন্য কয়েক মাসের কলহপ্রিয় প্রচারণার পর মার্কিন গণমাধ্যমগুলোর পূর্বাভাস ছিল যে, রিপাবলিকান পার্টি বড় ধরনের জয় পেতে চলেছে। মতাসীন দলের পক্ষেই রায় দিয়েছেন। ঐতিহাসিকভাবে, এই নির্বাচনগুলোর ফল হোয়াইট হাউজ নিয়ন্ত্রণে নেই—এমন দলের পক্ষে গিয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকদের ভাষ্য ছিল, রিপাবলিকানরা সহজেই এই বছর প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেবেন। ঠিক যেমনটি তারা ২০১০ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে নিয়েছিলেন। কিন্তু এবার বিশাল কোনো ‘লাল ঢেউ’ নেই। এবারের নির্বাচনি প্রচারণায় রিপাবলিকান প্রার্থীরা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী প্ল্যাটফরমে এবং মহিলাদের স্বাস্থ্য, প্রধানত গর্ভপাতের বিষয়ে জোর দিয়েছিলেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা মার্কিন নির্বাচনি প্রক্রিয়ার শুদ্ধতা এবং গণতন্ত্র রক্ষায় জোর দেন। নির্বাচন খুবই হাড্ডাহাড্ডি হয়েছে এবং খুব সম্ভবত রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে চলেছে। ডেমোক্র্যাটদের জন্য এটি ভালো নির্বাচন ছিল। কিন্তু রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলে বাইডেন ও তার দলকে আগামী দুই বছর সরকার চালাতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে প্রেসিডেন্টের এজেন্ডায় কাটছাঁট করতে হবে। রিপাবলিকানরা বাইডেন প্রশাসন ও তার পরিবারের বিষয়ে তদন্তেরও অঙ্গীকার করেছেন। তবে অনন্ত এই মুহূর্তের জন্য বাইডেন ও ডেমোক্র্যাটরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। এলএবাংলাটাইমস/এজেড