সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনর্বহাল করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) টুইটারের নতুন মালিক ইলন মাস্ক জরিপ চালান। এতে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার পুনর্বহাল করতে ভোট দেন।
লাস ভেগাস থেকে এক ভিডিওতে ট্রাম্প মাস্কের জরিপকে স্বাগত জানান। ট্রাম্প বলেন, তিনি মাস্কের ভক্ত। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন।
গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল নিয়ে জরিপ পরিচালনার ২৪ ঘণ্টা পর গতকাল শুক্রবার ইলন মাস্ক টুইটে বলেন, ‘জনগণ রায় দিয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে।’ গতকাল মাস্ক লাতিন ভাষায় যে টুইট করেন, তার অর্থ দাঁড়ায়, ‘জনগণের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর।’
ট্রাম্পের বিতর্কিত প্রোফাইল ফিরিয়ে আনা নিয়ে টুইটারের দৈনিক ২৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর মধ্যে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ ভোট দেন। ৫১.৮ শতাংশ মানুষ পক্ষে ভোট দেন। আর ৪৮.২ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দেন।
এলএবাংলাটাইমস/ওএম