আমেরিকা

বিমান টার্বুলেন্সের কবলে পড়ে আহত কমপক্ষে ৩৬

ফিনিক্স থেকে হনুলুলু যাত্রার সময় আকাশপথে টার্বুলেন্সের শিকার হয়েছে হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এতে আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। এর মধ্যে ২০ জনকে জরুরি কক্ষে নেওয়া হয়। রবিবার (১৮ ডিসেম্বর) এই ঘটনার পর হনুলুলু ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস (ইএমএস) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ১১ জন রোগী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ১৪ মাসের শিশুও রয়েছে। হনুলুনু ইএমএস জানায়, আহতদের মধ্যে অনেকে মাথায় আঘাত পেয়েছেন, অনেকে পড়ে আহত হয়েছেন ও অনেকজন জ্ঞান হারিয়েছেন। প্রতিষ্ঠান জানান, হাওয়াইয়ান এয়ারলাইন্স সকল অসুস্থ যাত্রী ও এয়ারলাইন্স কর্মীদের সেবা দিচ্ছেন। হনুলুলু পৌঁছার ৩০ মিনিট আগে টার্বুলেন্সের কবলে পড়ে বিমানটি। রবিবার ১১টায় ডেনিয়েল কে ইনোওয়ে এয়ারপোর্টে বিমান পৌঁছানোর পর জরুরি ভিত্তিতে সবাইকে সেবা দেওয়া হয়। এই ঘটনায় এফএএ তদন্ত শুরু করেছে। এলএবাংলাটাইমস/ওএম