আমেরিকা

আরেক দফা গোপনীয় নথি মিললো বাইডেনের হেফাজতে

প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারিরা গোপনীয় সরকারি রেকর্ডের নতুন আরেকটি ব্যাচ খুঁজে পেয়েছেন। এর আগে প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিস থেকে প্রথম দফা বেশকিছু নথি পাওয়া যায়। প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিসে নথি পাওয়া গিয়েছিল। ওই অফিসটি বাইডেন ভাইস-প্রেসিডেন্ট এর দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন ব্যবহার করতেন। নথি পাওয়ার বিষয়টি নিয়ে মার্কিন বিচার বিভাগ পর্যালোচনা করছে। ইতোমধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে গোপন ফাইল পরিচালনা করার অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন। বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। হোয়াইট হাউসের কাছে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান ‘পেন বাইডেন সেন্টারে নভেম্বরে প্রায় ১০ টি নথির প্রথম ব্যাচটি পাওয়া গিয়েছিল। ওই কাগজপত্রগুলোর মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো এবং ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে। নতুন পাওয়া ব্যাচ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার তার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের প্রথম ফাইলগুলো সম্পর্কে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছিলেন। জঁ-পিয়ের বলেন, ‘এটি বিচার বিভাগ পর্যালোচনা করছে। গতকাল প্রেসিডেন্ট যা বলেছেন তার বাইরে আমি যেতে চাচ্ছি না।’ বাইডেন মঙ্গলবার বলেন, তিনি রেকর্ডগুলো আবিষ্কার করে ‘বিস্মিত’ হয়েছিলেন। বিচার বিভাগের পর্যালোচনায় ‘সহযোগিতা’ ও করছেন। এলএবাংলাটাইমস/ওএম