আমেরিকা

বাইডেনের বাসভবন থেকে আরও ৬ গোপনীয় নথি উদ্ধার

প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়ারের বাসভবনে প্রায় ১৩ ঘণ্টা তল্লাশী চালিয়ে আরও ছয়টি অতি গোপনীয় নথি উদ্ধার করেছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস। প্রেসিডেন্ট জো বাইডেনের এক আইনজীবী এই তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) এই নথিগুলো উদ্ধার করা হয়। জো বাইডেনের উইলমিংটন এর বাড়ি থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়েছে। সিনেটর থাকাকালীন ও বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন সময়কার নথি এগুলো। আইনজীবী বব বাউয়ের জানান, কিছু হাতে লেখা ব্যক্তিগত নথি ও অন্যান্য ম্যাটেরিয়ালসও জব্দ করে নিয়েছে ডিওজে। বিচার বিভাগের তল্লাশী চলাকালীন সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন বা তাঁর স্ত্রী- কেউই উপস্থিত ছিলেন না। আইনজীবী বব শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন বিচার বিভাগকে তাঁর পুরো বাড়ি তল্লাশী করতে অনুমতি দেওয়ার পর এই অভিযান চালানো হয়। এদিকে এই মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির পেন বাইডেন সেন্টার থেকে গত ২ নভেম্বর বেশকিছু গোপনীয় নথির ব্যাচ উদ্ধার করা হয়। এছাড়া এর আগে গত বছরের ২০ ডিসেম্বর জো বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারেজ থেকে দ্বিতীয় ব্যাচ নথি উদ্ধার করা হয়। আরও কিছু নথি বাড়ির স্টোরেজ রুম থেকে উদ্ধার করা হয়। নথিগুলো উদ্ধারের পর এগুলো দ্রুততার সাথে ন্যাশনাল আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে বাইডেন কেনো নথিগুলো নিজের জিম্মায় রেখেছিলেন সেটি এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট অনুসারে, হোয়াইট হাউজের সকল নথিপত্র ক্ষমতা শেষে ন্যাশনাল আর্কাইভসে জমা রাখতে হবে। এলএবাংলাটাইমস/ওএম