আমেরিকা

পদত্যাগ করতে পারেন বাইডেনের চিফ অব স্টাফ

আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লাইন। ক্লাইন প্রেসিডেন্ট জো বাইডেনের শিডিউল এবং পলিসি এজেন্ডা সম্পর্কিত বিষয়গুলো দেখভাল করে থাকেন। উনি পদত্যাগ করে ফেললে হোয়াইট হাউজের কার্যক্রমে বেশ পরিবর্তন আসবে। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাইন ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন এড্রেসের পর পদত্যাগ করতে পারেন। তবে একদম সুনির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ক্লাইন অনেকদিন একত্রে কাজ করছেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের একজন সিনিয়র উপদেষ্টা, বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ক্লাইন তাঁর সাথে ছিলেন। এছাড়া ১৯৮৮ সাল ও ২০০৮ সালে বাইডেনের হোয়াইট হাউজ ক্যাম্পেইন এর স্পিচ রাইটার হিসেবে কাজ করেন তিনি। ক্লাইনের বয়স ৬১ বছর। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সিনিয়র উপদেষ্টা ও ভাইস প্রেসিডেন্টের আল গোরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করেন তিনি। ক্লাইনের পদত্যাগের বিষয়টি তিনি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ক্লাইনের পদে কে স্থলাভিষিক্ত হবেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে লেবার সেক্রেটারি মার্টি ওয়ালশ এবং সিনিয়র এইডি আনিতা ডান ক্লাইনের স্থলাভিষিক্ত হতে পারেন। কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্টের হয়ে ক্লাইনই সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণত এই পদে খুব বেশি পরিবর্তন হয়ে থাকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদে চারজন চিফ অব স্টাফ পরিবর্তন করেন। এলএবাংলাটাইমস/ওএম