আমেরিকা

ফেসবুক-ইনস্টাগ্রামের নিষেধাজ্ঞা উঠছে ট্রাম্পের

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। দুই বছর আগে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার জেরে ট্রাম্পকে নিজেদের মাধ্যমে নিষিদ্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। বিবৃতিতে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স–বিষয়ক প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে আমরা ফেসবুক ও ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট আবার চালু করতে যাচ্ছি। তবে আগের মতো ঘটনা যাতে আবারও না ঘটে, সে জন্য পাহারার ব্যবস্থা রাখা হবে।’ নিক ক্লেগ আরও জানান, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতিপরিপন্থী কাজ করেন, তবে দুই বছরের জন্য তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে। তবে মেটার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হলেও, কবে নাগাদ ডোনাল্ড ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরবেন, তা জানা যায়নি। এ বিষয়ে তাঁর প্রতিনিধিরাও কিছু জানাননি। ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম